বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-১০ [নাঙ্গলকোট-লালমাই] মুফতি শামছুদ্দোহা আশরাফী’র জীবন বৃত্তান্ত.. বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মুহাম্মদ আহসান উল্যাহ কুবিতে সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাকবে পুলিশ জনপদে ভোট দেবেন নিরাপদে আমি জনগণের মনোনীত প্রার্থী,জনগণের জন্য কাজ করবো – আবদুল গফুর ভূঁইয়া লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা লালমাই উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দ শাকেরা তরুণ সংঘের উদ্যোগে মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া স্মৃতি ফাইনাল ম্যাচ সম্পন্ন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-১০ [নাঙ্গলকোট-লালমাই] মুফতি শামছুদ্দোহা আশরাফী’র জীবন বৃত্তান্ত..

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মুফতি শামসুদ্দোহা আশরাফী

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-১০ [নাঙ্গলকোট-লালমাই]

জন্ম ও বাসস্থান

👉মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী। কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানাধীন শাঁনিচো গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৮ ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

👉পড়াশোনা প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি নিজ পরিবারেই। বংশগতভাবে দ্বীনদার ও শিক্ষিত পরিবার হওয়ায় প্রাথমিক পড়াশোনা ঘরেই শুরু করেন। এবং ৫ম শ্রেনী পর্যন্ত শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে মাদ্রাসা লাইনে ভর্তি হন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন দারুল উলুম বরুড়া, কুমিল্লা রানীর বাজার এবং হাটহাজারী মাদ্রাসায়। দাওরায়ে হাদিস (মাস্টার্স) ও উচ্চতর ইসলামী আইন গবেষণার উপর বিশেষ ডিগ্রী নেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা থেকে। শিক্ষাজীবনে একাধিক ক্লাসে বোর্ড স্ট্যান্ড সহ প্রায় অধিকাংশ ক্লাসেই ১ম স্থান অধিকারী ছিলেন।

👉কর্মস্থল মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (সাইন্সল্যাবরেটরী) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং ইসলামী দাওয়াহ সেন্টার ঢাকা বাংলাদেশের প্রিন্সিপাল ও প্রধান মুফতী এবং নূরবাগ মাদ্রাসার শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

👉দাওয়াতি কাজ মুফতি শামসুদ্দোহা আশরাফী শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যাপকভাবে দাওয়াতি কাজও করে চলেছেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তরে গত একযুগেরও বেশি সময় যাবত ওয়াজ মাহফিল করেন। দেশের জাতীয় মিডিয়া চ্যানেলগুলোতে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এছাড়া ইউটিউবেও তিনি সমসাময়ীক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পর্যালোচনা পেশ করেন।

👉টেলিভিশন আলোচক নিউজ ২৪, যুগান্তর, আমার দেশ, যমুনা টিভি, এটিএন নিউজ, ডিবিসি নিউজ, কালের কণ্ঠ সহ বিভিন্ন মিডিয়ায় আলোচনা করেন।

👉রাজনৈতিক জীবন মুফতি শামছুদ্দোহা দ্দোহা আশরাফী একজন প্রখ্যাত আলোচক, শিক্ষানুরাগী, সমাজসেবী, দাঈ ও তার্কিক হিসেবেই অধিক পরিচিত ও প্রতিষ্ঠিত। দেশ ও জাতীয় স্বার্থে তিনি রাজনীতিতে নাম লেখান। পীর সাহেব চরমোনাই’র হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির তিনি যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

👉সমাজসেবা মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী বিভিন্ন সময়ে সমাজসেবামূলক যাবতীয় কাজ আঞ্জাম দিয়েছেন। আন নূর ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করে এ কাজ আঞ্জাম দেন।

👉তিনি যেসব উল্লেখযোগ্য কাজ করেন-

১) মজলুম রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ান

২ ) সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতা করেন।

৩) কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর ফেনীতে হয়ে যাওয়া ভয়াবহ বন্যার সময় ব্যাপক সেবামূলক কাজ করেন এছাড়া বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102