থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে
কুমিল্লা প্রতিনিধি :-
মনিরুল ইসলাম
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে ‘পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও সততা অপরিহার্য। একজন দক্ষ পুলিশ সদস্যের উপস্থিতিই ভোটারদের মনে আস্থা ও নিরাপত্তা জাগিয়ে তোলে।”
তিনি আরও বলেন,
“নির্বাচন সুষ্ঠু রাখতে সবচেয়ে বড় শক্তি হলো সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। প্রশিক্ষণ শুধু নিয়ম শেখায় না এটি দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আব্দুল হালিম খান, যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১), নির্বাচন কমিশন সচিবালয়;
জনাব মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা;
জনাব মোঃ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, কুমিল্লা;
জনাব মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা।
এছাড়া কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।