শাকেরা তরুণ সংঘের উদ্যোগে মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া স্মৃতি ফাইনাল ম্যাচ সম্পন্ন
মোঃ আজহারুল ইসলাম প্রতিবেদন।
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় শাকেরা তরুণ সংঘের উদ্যোগে এ উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. ওয়াহিদ মজুমদার, সভাপতি, ঢাকাস্থ সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মোশারফ, ইতালি প্রবাসী, মৈনপুর,মোঃ আনোয়ার হোসেন (পিএস) আলহাজ্ব মনিরুল হক চৌধুরী,ডাঃ এম.এস মাহমুদ (এমবিবিএস) ঢাকা মেডিকেল কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান আবুল, সৌদি প্রবাসী ,মোঃ শাহাদাৎ হোসেন মঞ্জু, ইতালি প্রবাসী, মোঃ আব্দুর রহিম, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি, শাহজাদা সৈয়দ মহিউদ্দিন জীবন, পীর সাহেব, শাকেরা দরবার শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক, মৎস্যজীবী দল, লালমাই উপজেলা বিএনপি।
অনুষ্ঠিত পরিচালনা করেন মোঃ আব্দুল কাদের শয়ন
ফাইনাল খেলাটি ফলাফল আবুল কালাম একাদশ ও ওসমান গনি ভূঁইয়া একাদশ ১–১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে আবুল কাশেম একাদশ বিজয়ী হয়।