লালমাইয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লা প্রতিনিধি:-
মনিরুল ইসলাম
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, লালমাই উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন—
সমিতির সম্মানিত সভাপতি ডা. শহিদুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান মিন্টু,
সহ-সভাপতি (দপ্তর) মো. আবু হাছান,
এছাড়াও সংগঠনের অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ লালমাই উপজেলার ফার্মেসি খাতের সার্বিক উন্নয়ন, নীতিমালা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় একসঙ্গে কাজ করার বিষয়ে ইউএনওকে অবহিত করেন।
ইউএনও হিমাদ্রী খীসা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।