বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-১০ [নাঙ্গলকোট-লালমাই] মুফতি শামছুদ্দোহা আশরাফী’র জীবন বৃত্তান্ত.. বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মুহাম্মদ আহসান উল্যাহ কুবিতে সাংবাদিকতা বিভাগ ও কুমিল্লার কাগজের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাকবে পুলিশ জনপদে ভোট দেবেন নিরাপদে আমি জনগণের মনোনীত প্রার্থী,জনগণের জন্য কাজ করবো – আবদুল গফুর ভূঁইয়া লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা লালমাই উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দ শাকেরা তরুণ সংঘের উদ্যোগে মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়া স্মৃতি ফাইনাল ম্যাচ সম্পন্ন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

‘জাফরুল্লাহ’র কিছু হলে সরকার দায়ী থাকবে’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছু হলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার নাগরিক ঐক্যের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আমাদের সরকার নয়। ওরা আমাদের কাজ করবেও না। এরা পুরো ব্যবসায়ীদের সরকার। এখন এই শাসকদের কাছে নিরাপদ নই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, বলছেন ১৫ দিন দেখবো। তারপর কঠোর হবে। আপনারা কি হয় দেখবেন। প্রতিদিনই তো সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এটাকেই বলে হার্ড ইমুউনিটি। চরে খাও, বাঁচলে বাঁচো, মরলে মরো-এই হচ্ছে সরকারের পলিসি।

ইন্টারনেটের মাধ্যমে আলোচনায় অংশ নিয়ে জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আজকে সমগ্র পৃথিবী ও মানবসভ্যতা হুমকির সম্মুখিন। করোনা মহামারীর হাত থেকে এককভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠি বা সরকার বাঁচতে পারবে না। সমগ্র বিশ্বকে সম্মিলিতভাবে বাঁচতে পারবে।

সংগঠনের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় ইন্টারেনেটের মাধ্যমে গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকীও বক্তব্য রাখেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।

বাংলাদেশ জার্নাল/আরকে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102